সিটিজেন চার্টার
১৯২৪ সালের ক্যান্টনমেন্ট এ্যাক্টের ১১৬ এবং ১১৭ ধারা অনুযায়ী আর্থিক স্বচ্ছলতা সাপেক্ষে সাভার সেনানিবাস এলাকাসহ চ্যাপ্টার্ড এলাকায় ক্যান্টনমেন্ট বোর্ড নিম্নবর্ণিত সেবা প্রদান করে আসছে।
১। সেনানিবাস এলাকার স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে সেনানিবাস চ্যাপ্টার্ড এলাকায় সংঘটিত কতিপয় অপরাধের বিচারিক কার্য সম্পাদন।
২। সেনানিবাস চ্যাপ্টার্ড এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা (বিল্ডিং বাইলজ) অনুসরণে বাণিজ্যিক/আবাসিক ভবনের নকশা অনুমোদন।
৩। সেনানিবাস ও চ্যাপ্টার্ড এলাকার জনসাধারণের শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে দু’টি উচ্চ বিদ্যালয় পরিচালনা।
৪। একটি দাতব্য চিকিৎসালয় পরিচালনা।
৫। মার্কেট নির্মাণ ও পরিচালনাসহ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করণ।
৬। সাধারণ ব্যবহার্য স্থানে বৃক্ষ রোপন ও পরিচর্যা করণ।
৭। সেনানিবাস এলাকার গবাদি পশু পালন নিয়ন্ত্রণের জন্য খোয়াড় ব্যবস্থাপনা।
৮। সেনানিবাসের সাধারণ এলাকার শোভা বর্ধনের জন্য ফুল গাছ রোপন, শিশুপার্ক, সাইনপোষ্ট নিয়ন্ত্রণ ও স্থাপন।
৯। বেওয়ারিশ কুকুর নিধন ও কুকুর পালনের টোকেন প্রদান।
১০। জনসাধারণের চলাচল ও বসবাসে অনুপযোগী বিপদজনক ঘরবাড়ি, দালানকোঠা, ব্রীজ, কালভার্ট, পুল, সাঁকো, ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ ও অপসারণ করণ।
১১। কবরস্থান পরিচালনা, সেনানিবাস এলাকায় মৃত ব্যক্তি ও বেওয়ারিশ মরদেহের সৎকার করণ।
১২। মসজিদ স্থাপন ও পরিচালনা।
১৩। নির্বাচন কমিশনারের তত্ত্বাবধায়নে ভোটার তালিকা ও ভোটার আইডি কার্ড প্রণয়ন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে জন্ম মৃত্যুর তথ্য সংরক্ষণ, জন্ম ও মৃত্যু সনদ প্রদান ইত্যাদি।
১৪। প্রধান প্রধান রাস্তার ফুটপথ নির্মাণ।
১৫। প্রধান প্রধান রাস্তাঘাট আলোকিত করণ।
১৬। পয়ঃনিস্কাশনের জন্য প্রধান প্রধান ড্রেন নির্মাণ ও ব্যবস্থাপনা।
১৭। ডিওএইচএস বাস্তবায়নে সহায়তা প্রদান।