সাভার ক্যান্টনমেন্ট বোর্ড এর ইতিহাস
গঠনঃ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৬/০৪/১৯৮৯ ইং তারিখের গেজেট নোটিফিকেশন নং-এস আর ও ১১২-আই/৮৯ এর মাধ্যমে ১৯২৪ সালের ক্যান্টনমেন্ট অ্যাক্টের ১৩(১) এবং ১৩(এ) (৫) ধারার বিধান মোতাবেক সাভার ক্যান্টনমেন্ট বোর্ড কে প্রথম শ্রেণির ক্যান্টনমেন্ট বোর্ড হিসাবে ঘোষণা করা হয়েছে।
অবস্থানঃ
সাভার ক্যান্টনমেন্ট ঢাকা মহানগর থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এই ক্যান্টনমেন্ট এর দক্ষিণ-পূর্বে সাভার ডেইরী ফার্ম ও মিলিটারী ফার্ম, দক্ষিণ-পশ্চিমে বিপিএটিসি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পশ্চিমে জাতীয় স্মৃতিসৌধ ও গণস্বাস্থ্য কেন্দ্র এবং উত্তরে আনবিক শক্তি কমিশন ও ইপিজেড অবস্থিত। এই ক্যান্টনমেন্ট এর মধ্য দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবিনগর-চন্দ্রা মহাসড়ক চলমান।
আয়তনঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৪/০৩/১৯৭৭ ইং তারিখের গেজেট নোটিফিকেশন নং-১/১৩৮/৭৬/ডি-৯/৭৫ এর মাধ্যমে ঢাকা জেলার সাভার থানাধীন ১৯টি মৌজার সমন্বয়ে সাভার ক্যান্টনমেন্ট ঘোষণা করা হয়। ঘোষিত এলাকার আয়তন ৫,১০২.৫০ একর। তন্মধ্যে অধিগ্রহণকৃত জমির পরিমাণ ১০৩২.৩৮৫০ একর। এই ক্যান্টনমেন্ট ১৪৪টি সীমানা পিলার দ্বারা চিহ্নিত।
ভূমি সংক্রান্ত তথ্যঃ
ক্যান্টনমেন্ট বোর্ড এর নিজস্ব জমির পরিমাণঃ ‘সি’ শ্রেণির জমির পরিমাণ ২০.৩৮ একর যা নিম্নরূপঃ
১। ক্যান্টনমেন্ট বোর্ড অফিস কমপ্লেক্স ১টি।
২। গাড়ি পার্কিং ও জিমনেশিয়ামসহ গেস্ট হাউজ ১টি।
৩। সিইও বাসভবন ১টি।
৪। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাদের ৪,৫ ও ৬ তলা বিশিষ্ট আবাসিক ভবন ৬টি এবং টিনশেড আধাপাকা ভবন ১টি।
৫। ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় ৪ একর।
৬। ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় ৯ একর।
৭। সেনা শপিং কমপ্লেক্স ৩.৩৮একর।
৮। কবরস্থান ৪ একর।
--------------------------------------------
সর্বমোট - ২০.৩৮ একর।
ক্যান্টনমেন্ট বোর্ড এর সভাপতি, সচিব এবং সদস্যগণ
সভাপতিঃ
১। স্টেশন কমান্ডার, সাভার ক্যান্টনমেন্ট।
সদস্যঃ
২। এ এ এন্ড কিউ এম জি, এরিয়া সদর দপ্তর, সাভার ক্যান্টনমেন্ট।
৩। অধিনায়ক, সি এম এইচ, সাভার ক্যান্টনমেন্ট।
৪। অধিনায়ক, ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), সাভার ক্যান্টনমেন্ট।
৫। অধিনায়ক, ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, সাভার ক্যান্টনমেন্ট।
৬। স্টেশন স্টাফ অফিসার, স্টেশন সদর দপ্তর, সাভার ক্যান্টনমেন্ট।
৭। জি ই (আর্মি) সাভার ক্যান্টনমেন্ট।
৮। উপজেলা নির্বাহী অফিসার(জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা কর্তৃক মনোনীত), সাভার, ঢাকা ।
৯। সচিব, ক্যান্টনমেন্ট একজিকিউটিভ অফিসার, সাভার ক্যান্টনমেন্ট।